স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন দারুণ বোলিং-ব্যাটিংয়ে নিজের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাত্র ৭০ রান তুলতেই অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। টাইগার পেসার আর স্পিনারদের তোপে শেষ পর্যন্ত ৩২৮ রানে থেমে যায় কিউইরা। শরিফুল ইসলাম তিনটি, এবাদত হোসেন একটি, মেহেদী হাসান তিনটি ও মুমিনুল হক নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ৬৭ ওভার খেলেছে সফরকারী ব্যাটাররা। তবে অন্যান্য সফরের মতো এবার আর কিউই গতির কাছে দিশেহারা হতে হয়নি বাংলাদেশ দলের ব্যাটারদের। টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের সামনে লড়াই করেছে বুক চিতিয়ে। ৬৪ রান করে নাজমুল হোসেন শান্ত ফিরলেও ৭০ রানে ক্রিজে আছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক।
এর আগে সাদমান আউট হয়েছেন ২২ রানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৫ রান। নিউজিল্যান্ড থেকে এখনো পিছিয়ে আছে ১৫৩ রান।
আগের দিন ২৫৮ রান দিয়ে নিউজিল্যান্ডে ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে বোলারদের বাজিমাত। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা যেমন পরাস্থ করেছেন কিউই ব্যাটসম্যানদের, তেমনি মিরাজ বুঝিয়েছেন ঘূর্ণি বল ক্যারিশমা। ৩২৮ রানে কিউইদের থামিয়ে দিয়েছে বাংলাদেশ দল।