হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল। এ ছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বিশেষ করে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়া ও টাকার বিনিময়ে চুরিকৃত মোটরসাইকেল ফেরত পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এইসাথে তারা বিশেষত পৌর শহরে লাগামহীন যানবাহন চলাচলে পথচারিদের সমস্যার কথা বলেন। ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানায় পুলিশের স্বল্পতার কথা বলেন। তা সত্বেও অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে উল্লেখ করেন।
শেষে নবাগত চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।