ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে দেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টেনর’। সিনেমার পরিচালক রাহি আবদুল্লাহ অর্জন করেছেন ‘বেস্ট ইয়াং ফিল্ম মেকার’- এর স্বীকৃতি। প্রত্যেক মাসেই সারা বিশ্ব থেকে অসংখ্য ফিল্ম কানের এই ফিল্ম ফেস্টিভ্যালে জমা পড়ে। সেখান থেকে নভেম্বর মাসে রাহি আবদুল্লাহ’র টেনর ছাড়াও আরো একটি বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে।
রাহি আব্দুল্লাহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় চন্দ্রখানা বালাতারী গ্ৰামের আব্দুল হামিদ খন্দকারের দ্বিতীয় পূত্র।
সম্প্রতি কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে নভেম্বর মাসে নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলোর নাম প্রকাশ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাহি আবদুল্লাহ বলেন, ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনর’ দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় আমি আনন্দিত।’
এর আগেও ‘টেনর’ দেশ ও বিদেশের বেশ কয়েকটি ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। ইন্টারন্যাশনাল চিল্ড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল এর ১৪তম আসরে বেস্ট ফিল্ম আন্ডার ১৮ ক্যাটাগরিতে পুরস্কার পায় টেনর।
এছাড়া দক্ষিণ কোরিয়ার চাঞ্চিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল এ জুরি অ্যাওয়ার্ড, গিমপো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জিকসা ফিল্ম ফেস্টিভ্যাল, বিইউপি ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য সাবিরা কোল ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতার হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ মনোনীত হয় ‘টেনর’।