কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় শাতার্ত গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরনের জন্য সরকারীভাবে মোট ৪৭ হাজার ৯শ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত কম্বলগুলো জেলা প্রশাসকের স্মারক নম্বর ৫১.০১.৬৪০০.১২৬.৪০.০০১.২১-৭০৭ তারিখ ০৫-১২-২০২১ মোতাবেক বরাদ্দপ্রাপ্ত কম্বলগুলো জেলার শীতার্ত গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরনের জন্য ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় প্রেরন করা হয়েছে। স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারদের তত্বাবধানে এসব বিতরন কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ কামরুল আহসান জানিয়েছেন জেলা প্রশাসকের প্রত্যক্ষ তদারকীতে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়রগণ যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এসব বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সূত্রমতে, বিভিন্ন উপজেলা ও পৌরসভার অনুকুলে বিতরনের জন্য বিতরনকৃত কম্বলের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের জন্য ৫ হাজার ৬শ ৪০টি, আত্রাই উপজেলায় ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি, বদলগাছি উপজেলায় ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি, ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য ৬ হাজার ৫শ ৪০টি, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের জন্য ৪ হাজার ৭শটি, নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি, পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য ৫ হাজার ১শ ৭০টি, পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ২ হাজার ৮শ ২০টি, রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৩ হাজার ৭শ ৬০টি, সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের জন্য ২ হাজার ৮শ ২০টি, নওগাঁ পৌরসভার জন্য ৪৭০টি, ধামইরহাট পৌরসভার জন্য ৪৭০টি এবং নজিপুর পৌরসভার জন্য ৪৭০টি।