তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিজয়ের অগ্রযাত্রায় ৫০ বছরে বাংলাদেশ। সুবর্ণজয়ন্তী উদযাপন করতে মৌলভীবাজারে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় মৌলভীবাজারে মঞ্চ কাঁপাতে ‘চিরকুট’ ব্যান্ড।
আগামী ২৮ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ জমকালো আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থাপনায় থাকবেন দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।
ব্যান্ড দল ‘চিরকুট’ ও প্রধান ভোকালিস্ট সুমি অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। শারমিন সুলতানা সুমির গানের ব্যান্ড চিরকুট। সুমি ২০০২ সালে চিরকুট ব্যান্ড দল গঠন করেন। ‘চিরকুট’ ব্যান্ডের নামটি তার দেয়া। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এছাড়া তিনি অন্যান্য শিল্পীদের জন্যও গান লেখেন, গান করেন, সুর করেন।
চিরকুট ব্যান্ডের বেশকিছু গান জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে রয়েছে- সাজনা, কাটাকুটি, বন্ধু, আমি জানি না, দয়াল, ঘরে ফেরা। তাদের প্রথম শ্রোতাপ্রিয় গান ‘জাদুর শহর’-এ রয়েছে সুমির কলমের দাগ। সিনেমার গানের মধ্যে ‘কানামাছি’, ‘দুনিয়া’ তার কলম থেকে জন্ম নিয়েছে।
আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’র ‘দুনিয়া’ গানটি সুমি লিখেছেন, কণ্ঠ দিয়েছেন। গান লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়। তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ সিনেমাতেও লিখেছেন। মোস্তফা সরোয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’-এ ছিল তার গান।
সুমি বাংলা একাডেমি কর্তৃক অনন্যা শীর্ষ দশ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি ২০১৮ সালের ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব সেরা প্লেব্যাক গায়িকা এবং সেরা গানের কথা-র জন্য জুড়ী বোর্ডে মনোনয়ন পান।