নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :নীলাদ্রি – নীল রঙে রূপায়িত এক জায়গার নাম। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। দেখে মনে হয় স্বর্গীয় সৌন্দর্যে ভরা বাংলাদেশের মাঝে এক টুকরো কাশ্মীর।
অনেকেই সুনামগঞ্জ হাঙ্গুয়ার হাওর ঘুরতে যান।কিন্তু এর আশেপাশে নয়নাভিরাম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা যে কারো মনকে মূহুর্তে দোলা দিয়ে যেতে পারে। এমনই একটি জায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। পর্যটকরা একে নীলাদ্রি লেক বলেই জানে। এর নামটা যেমন সুন্দর রুপটাও তার মোহনীয়।
সুনামগঞ্জের তাহিরপুরের এ লেকটি তিন বছরে খুব জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের মাঝে। লেকটি পড়েছে বাংলাদেশে কিন্তু লেক পাড়ের পাহাড় পড়ছে ভারতে।
টেকের ঘাটে যাওয়ার পথটা বেশ চমৎকার। এ রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুলে যেতে হয় সময়ের কথা। দুপারের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে সময় যে কখন চলে যায় তা বুঝাই যায় না।
এখানে রয়েছে নৌকায় ঘোরার সুবিধা, নৌকায় চরে পাহাড়ের খুব কাছাকাছি চলে যায় পর্যটকরা।
দেখে মনে হয় বাংলাদেশের মাঝে যেন এক টুকরো কাশ্মীর।