ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত শনিবার বড়দিন উদযাপন উপলক্ষ কালভেরী ব্যাপিষ্ট ট্রাস্ট ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়ােজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তর ঠাকুরগাঁও ও চােপড়া পাড়ার শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিন দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে শিশুদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাে: আনােয়ার হােসেন।
পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরী ব্যাপিস্ট ট্রাস্টের পরিচালক ডা. সুবির খিয়াং বাবু।
অনুষ্ঠানে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্টনারশীপ ফেসিলিটেটর মি. আমোস মুর্মু, গ্রুপ ফর হিমের পরিচালক কবিতা হোসেন, হিড বাংলাদেশের মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের এরিয়া ম্যানেজার দীল ইসলাম, কালভেরী ব্যাপিস্ট ট্রাস্টের পিডিএ কোঅর্ডিনেটর সুবাস কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সুবিধাবঞ্চিত শিশু, শিশুদের অভিভাবক, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উত্তর ঠাকুরগাঁও চার্চের পালক প্রদীপ কুমার, ম্যানেজার নিরঞ্জন রায়সহ কালভেরী ব্যাপিস্ট ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
পরে বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা, সুবিধাবঞ্চিত শিশুদের উপহার সামগ্রী প্রদান ও শিশুদের পরিবেশনায় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।