ডিবিএন ডেস্কঃ নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারটি করতে প্রায় ১০-১৩ ঘণ্টা সময় বা তার চেয়ে বেশী সময় লাগতে পারে বলে জানিয়েছে হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান।
লাবিবা ও লামিসা ওই গ্রামের লাল মিয়া-মনুফা আক্তারের সন্তান। ২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন লাবিবা ও লামিসা। জোড়া শিশুর মা তাদের সফল অস্ত্রপচারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, আশা করছি দ্রুতই তাদের অস্ত্রোপচার শেষ হবে। জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করতে সক্ষম হবেন চিকিৎসক দল। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ-উল-হকের নেতৃত্বে ৪০ জনের চিকিৎসক দল অস্ত্রোপচার করছেন।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগা তোফা-তহুরা ও ২০১৯ সালে রাবেয়া রোকাইয়াকে আলাদা করা হয়।