ডাকসু নির্বাচন সামনে রেখে প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কিন্তু ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীর ছড়াছড়িতে বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা। তারা বলছেন, সব মিলিয়ে ৩৮ টি ভোট দিতে গিয়ে এত প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন।
মজা করে এটা পোস্ট করা হলেও এমন বাস্তবতার কথাই তুলে ধরলেন শিক্ষার্থীরা। কোনো প্রতীক না নির্বাচনে প্রার্থীদের নাম মনে রাখতে হিমশিম খাচ্ছেন ভোটাররা। কেউ কেউ বলছেন, শুধু গুরুত্বপূর্ণ কিছু পদেই ভোট দিয়ে দায়িত্ব সারবেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘লিফলেট অনুযায়ী নাম মুখস্থ করতে হচ্ছে। আসলেই এটা কঠিন। ৩৮ জনকে ভোট দেয়া সম্ভব না। যাদের চিনি তাদের ভোট দেবো আমরা।’
ক্যাম্পাসের অলিগলি ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। লিফলেটে কেউ প্রচার করছেন নিজেকে। কেউবা পূর্ণ প্যানেলকে। ভোটারদের হাতে উঠছে প্রতিদিন কয়েকশ প্রার্থীর লিফলেট।
ডাকসু ও হল সংশ্লিষ্ট ৩৮টি ভোট দিতে হলে প্রায় ৩শ’ প্রার্থীকে চিনে রাখতে হবে। যা জটিল হয়ে ধরা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, জটিলতার কিছুই নেই। প্রার্থীদের লিফলেটগুলো দেখে দেখেই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা।
নির্বাচনের প্রচারণাও চলছে সমানতালে। স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল আলিম তুলে ধরেছেন নির্বাচনী ইশতেহার। আরেক স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন দিয়েছে শামসুন্নাহার হলে স্বতন্ত্র প্রার্থীরা।