ডিবিএন ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ হাসান এবং তা যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রীপরিষদ বিভাগে জমা নেয়া হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগপত্র ইমেইলে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায়-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ডা. মুরাদ হাসান। সম্প্রতি খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়েকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন ডা. মুরাদ। এছাড়া যৌন হয়রানিমূলক, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। পাশাপাশি নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল আহ্বান ও মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকির কল রেকর্ড ফাঁসের পর চারদিকে সমালোচনার ঝড় উঠে। এসব বিষয় নিয়ে বিভিন্ন অভিযোগ উঠায় তাকে আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ডা. মুরাদ হাসান বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলে গণমাধ্যমকে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।