তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বস্তরের আলোচনা হয়।
গতকাল রবিবার (৫ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায়, জেলা পুলিশের উর্ধতন সকল কর্মকর্তাগন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলার সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিনুল হক টানা তৃতীয় বারের মত শ্রেষ্ঠ নির্বাচিত হন। জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার হুমায়ূন কবির এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার এএসআই সারোয়ার হোসেন।
মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক বলেন, আগামী দিনগুলোতে সদর মডেল থানাধীন সকল অফিসার ও সকল সহকর্মীদের নিয়ে যেকোন ধরনের অপরাধ দমন সহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সর্বোচ্চ সতর্কতা আন্তরিকতা দিয়ে স্বচ্ছ করার জন্য কাজ করাই আমাদের মুল লক্ষ্য। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন সকল কাজ শক্ত হাতে দমন করতে হবে এবং যারাই অপরাধী হোক তাদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।