তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার পূর্বক গরুচোরকে আটক করেছে থানা পুলিশ।
গত ১ ডিসেম্বর রাতে কুলাউড়া থানার অন্তর্গত কাদিপুর গ্রামের আব্দুস সালামের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনায় গরুর মালিক আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানা পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য বিশেষ দল গঠন করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায় অজ্ঞাতনামা চোরদের সনাক্ত পূর্বক অবস্থান নির্ণয় করে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেন।
গত ৪ঠা ডিসেম্বর মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ নাঈমুল হাসানের একটি দল অভিযান পরিচালনা করে সিলেট জেলার মোগলাবাজার থানার জালালপুর ইউপি পরিষদের সামন থেকে গরুচোর সাদির মিয়াকে চুরি হওয়া একটি লাল রংয়ের ষাড় বাছুরসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাদির মিয়া সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার খিলপাড়া গ্রামের মৃত ওয়ারিছ আলী ওরফে কটাই মিয়ার ছেলে। বাকি গরু উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামীকে রবিবার (৫ ডিসেম্বর) আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হাজির করিলে, আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।