আমি ভারতের মাটি থেকে দারিদ্র্য এবং সন্ত্রাসবাদকে দূর করতে চাইছি, আর আমাদের দেশের বিরোধীরা আমাকে হারাতে চাইছেন। আজ সারা পৃথিবী যেখানে ভারতের সাহসের প্রশংসা করছে, সেখানে আপত্তি তুলছে শুধু বিরোধীরা।
বুধবার ভারতের কর্ণাটকের এক সভা থেকে এভাবেই বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আক্রমণ শাণালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মূলত কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে কটাক্ষ করে একথা বলেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, আজ সারা পৃথিবী যেখানে ভারতের সাহসের প্রশংসা করছে, সেখানে আপত্তি তুলছে শুধু বিরোধীরা। কিন্তু বিরোধীদের জানা উচিত, এই কৃতিত্ব ভারতের ১২৫ কোটি মানুষের।
বিরোধীদের কোনো সমালোচনা নিয়ে ভাবছেন না জানিয়ে মোদি বলেন, যার মাথায় ১২৫ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে সে ভয় পাবে কেন? ভারতের মানুষ আমাকে শক্তি দিয়েছেন। আমি দেশের কৃষকদের কথা ভাবছি, শ্রমিকদের কথা ভাবছি, দেশের কথা ভাবছি, জওয়ানদের কথা ভাবছি, সন্ত্রাসবাদকে নিশানা করছি। আর বিরোধীরা আমাকে সরানোর কথা ভাবছে।
মোদি নিজেকে ফের চৌকিদার বলে দাবি করেন। তিনি বলেন, এই চৌকিদার সর্বদা ভারতবাসীর জন্য জেগে আছে। তিনি বিরোধীদের কটাক্ষ করে আরো বলেন, ৫৬ শব্দ (৫৬ ইঞ্চি বুকের ছাতি) শুনলেই নাকি ঘুম ছুটে যায় বিরোধীদের! মোদি যতক্ষণ রয়েছে, বন্ধ হয়ে যাবে চোরদের দোকান।