ডিবিএন ডেস্কঃ চট্টগ্রাম শহরে আজ শনিবার ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর না পাওয়া গেলেও শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি।
এর আগে গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে সারাদেশ ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত।