অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমানা পিলার সদৃশ একটি বস্তুসহ প্রতারক চক্রের ২ জনকে আটক করেছে র্যাব-১৩। আটককৃতরা হলো উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ও মৃত নাদুগীরের ছেলে হিরেন্দ্রগীর।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে উপজেলার ভাটিকেদার এলাকায় ফরিদুল ও হিরেন্দ্রগীর প্রতারনার মাধ্যমে সীমানা পিলার সদৃশ একটি বস্তু বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপনে সংবাদ পেয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন রংপুর (র্যাব-১৩) এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে রবিবার সন্ধ্যায় কচাকাটা থানায় তাদের নামে একটি মামলা দায়ের করে র্যাব। সোমবার সকালে তাদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজন প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে।