স্পোর্টস ডেস্কঃ আজ রোববার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভৌগোলিকভাবে প্রতিবেশী দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ঠিক যেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে ১৪ নভেম্বর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো বিশ্বকাপ জেতা হয়নি এই দুই দলের। অর্থাৎ এবার ক্রিকেট বিশ্ব পেতে যাচ্ছে নতুন এক চ্যাম্পিয়নকে।
এদিকে দুই দেশই মুখিয়ে আছে প্রথমবারে মতো নিজেদের ঘরে টি-টোয়েন্টি ট্রফি তুলতে। আগের ছয় আসরে কোনবারই শিরোপার স্বাদ নিতে পারেনি এবারের দুই ফাইনালিষ্ট। তাই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলই।
দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ সালে ফাইনালে উঠলেও, শিরোপার স্বাদ নিতে পারেনি অজিরা। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। এরপর আর ফাইনালের টিকিট পায়নি অজিরা। অন্যদিকে কিউইদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল।
তবে জয়ের বিকল্প দেখছেন না কেন ব্লাকক্যাপসরা। এবারের বিশ্বকাপে কিউইরা অনেকটা প্রতিশোধের আগুনেই জ্বলছে মনে হচ্ছে। সেদিক থেকে চিন্তা করলে সম্ভাবনার জায়গাটাও বেশি তাদের।
আইসিসি আয়োজিত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখন পর্যন্ত সাতটি আসর আয়োজিত হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচটি দেশ। দুবার আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে ট্রফি ঘরে তুলেছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলংকা। এবার মুখোমুখি নিউজিল্যান্ড খেলছে প্রথম ফাইনাল।
অন্যদিকে দ্বিতীয়বার ফাইনালে উঠে এই ফরম্যাটের শিরোপা ঘোচানোর লক্ষ্যে অস্ট্রেলিয়া। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল দলটি। ভারতকে হারিয়ে শিরোপাও জিতেছে। কিন্তু তার আগে ওয়ানডে বিশ্বকাপের উঠেও হতাশ হতে হয়েছিল ইংল্যান্ডের কাছে।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সিপার্ট, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সেন্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।