নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ আসন্ন তৃতীয় ধাপে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী বগুড়ার ধুনট উপজেলার ১০ টি ইউনিয়নের মনোনয়নপত্র বাছাইয় পড়বে ৩ টি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গেল কয়েকদিন আগে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তফশীল অনুযায়ী ৪-ই নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ধুনট উপজেলার ১০মোট টি ইউনিয়নে প্রতিদ্বন্দিতার জন্য চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থী, ও সংরক্ষিত সদস্য পদে ১২৮জন প্রার্থী এবং ইউপি সাধারণ সদস্য পদে ৪০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তাদের মধ্যে ২নং কালেরপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩, ওয়ার্ডের নারী আসনে মোছা: দিপালী খাতুন, ধুনট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহেদ আলী ও ৪ নং গোসাইবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহাসিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোকাদ্দেছ আলী জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর এবং ১০ টি ইউনিয়নে ভোট গ্রহন হবে আগামী ২৮ নভেম্বর।