তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, সাধারণ সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত নারী আসন পদে ১২ জনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।
আগামী ২৮ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৩, সাধারণ সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত নারী আসনের পদে ১২ জনের মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান তিন তিন বারের সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন মেয়র মো. মহসিন মিয়া (মধু), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন সৈয়দ মো. মনসুরুল হক ও সতন্ত্র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ।
সাধারণ সদস্য আসন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলকাছ মিয়া ও মো. লুৎফুর রহমান; ২নং ওয়ার্ডে মো. নজরুল ইসলাম, মো. আমির হোসেন, মো. আব্দুল জব্বার ও মো. শাকির হোসেন; ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. জিনু মিয়া, মো. হানিফ চৌধুরী ও মো. মনিরুল ইসলাম; ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (একক প্রার্থী); ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মিল্লাদ হোসেন মিরাশদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসুদুর রহমান মসুদ ও এম. এ কাইয়ুম; ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. বদরুল হক, মো. আব্দুল বারী বেলাল, বিপ্লব দেব ও মো. কুঠি মিয়া; ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মীর এম. এ সালাম, শেখ মো. দিদার আলম, মো. আজির উদ্দিন ও অসীম মজুমদার; ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ছাদ উদ্দিন ও মো. মোহন চৌধুরী; ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর চয়ন কুমার রায়, মো. কাওছার ইকবাল, সুজিত রায়, সুব্রত বনিক, মো. রুবেল, নাঈম আহমেদ, মো.শামছুল ইসলাম, মো. কবির ও অর্জুন দাশ।
সংরক্ষিত নারী আসনের পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোছা. হামিদা বেগম বেবী, মিসেস ফাতেমা বেগম, মোছা. তানিয়া আক্তার, কাজল রেখা, রোজিনা আক্তার রোজি, কাকলী বেগম ও শামসুন নাহার; ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রোকেয়া পারভীন ও মোছা. খাইরুন নাহার লিপি; ৩নং ওয়ার্ডে শাহনাজ আলম, শাহানা জামান ও শারমিন জাহান।
এসব তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং কর্মকর্তা তপন জ্যোতি অসীম। আগামী ১২ নভেম্বর এসব প্রার্থীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য: শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।