অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে শনিবার বিকাল ৪ টায় কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ভলিবল ম্যাচের উদ্ধোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ,সহকারী কমিশনার (ভুমি) বিমল চাকমা, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার মাসুদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাইদুল হক ও কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।
প্রীতি ভলিবল ম্যাচে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও ফুলবাড়ী উপজেলা ভলিবল দলের সদস্যরা অংশ গ্রহন করেন।