মোঃমিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল ধর্মের মানুষের অংশগ্রহণে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে দুর্গাপূজার উৎসবের মাঝে এবং পরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩০ অক্টোবর (শনিবার) বিকেলে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের আয়োজনে এ সম্প্রীতির সমাবেশে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
সমাবেশে বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আওয়ামীলীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, নিবাস দাশ সাগর, সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি তাপস জ্যোতি ভিক্ষু,মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পালসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসতেছে।কোনো বিবেকবান মানুষ অন্য ধর্মের অনুভূতিতে আঘাত আনতে পারে না। বক্তারা আগামীদিনগুলো কোন ধর্মের মানুষ যাতে এক জন অন্য জনের ধর্মীয় অনুভূতিতে আগাত হানতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান।