মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ রাজশাহী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত ব্যক্তির নাম মো. মিঠুন (২৫)। তিনি উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়ার কৃষক মনজুর হোসেনের ছেলে।
উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, মিঠুন চরে মোটরসাইকেল চালক ছিলেন। ভাড়ায় যাত্রী নিয়ে মোটরসাইকেল চালাতেন তিনি।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভাlashরতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তার লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে। সকালে জানতে পেরে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, কে গুলি করেছে তা এখনই বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, সীমান্ত অতিক্রমকালে মিঠুনকে গুলি করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।