ঘরে বসে ভোটার আইডি কার্ড চেক করবেন কিভাবে
আপনারা যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু অনলাইনে ঘরে বসে ভোটার আইডি কার্ড কিভাবে চেক করতে হয় তা জানেন না তাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি। ভোটার আইডি কার্ড চেক করতে নতুন ভোটার যারা তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনলাইনে ভোটার আইডি কার্ড বের করতে পারতেছেন না।
তাই আপনি যদি এই পোস্টটি ভালো ভাবে ফলো করেন তাহলে অনেক সহজেই আপনি ঘরে বসেই আপানার ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন, এবং ডাউনলোড করে পরবর্তীতে যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সেভও করে রাখতে পারবেন। ঘরে বসে অনলাইনে ভোটার আইডি কার্ড বের করা জন্য প্রথমেই আপনাকে আপনার ভোটার আইডি কার্ড চেক করতে হবে। চলুন দেখে নিই, কিভাবে ভোটার আইডি কার্ড চেক করবেন।
ভোটার আইডি কার্ড চেক করুন অনলাইনে
আমরা অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য শুরুতে একটি আবেদন ফরম পূরণ করে থাকি। আর এই পূরণকৃত আবেদন ফরম নির্বাচন কমিশনে জমা দিয়ে আসতে হবে। পরবর্তীতে নির্বাচন অফিস থেকে ভোটারের ফটো এবং ফিঙ্গার গ্রহণ করা হয়ে থাকে। এই সময় ভোটার কে একটি স্লিপ দেওয়া হয় যেখানে ৯ ডিজেটের একটি নাম্বার থাকে আর এই নাম্বারের মাধ্যমেই ভোটার তার আইডি কার্ড চেক করবে।
এজন্য প্রথমে আপনার মোবাইলের বা কম্পিউটারের যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন এবং গুগলে সার্চ করুন NID Card Check, সবার প্রথমে services.nidw.gov.bd এ ওয়েবসাইট টি আসবে এবং সেই ওয়েবসাইট টি ভিজিট করুন। তখন নিচে দেওয়া পিকচারের মত একটি হোম পেজ আপনার সামনে চলে আসবে।
NID Card চেক সার্চ করার পর ওয়েবসাইটের হোম পেইজে উপরের পিকচারের মত যে পেইজটি ওপেন হবে সেখানে ২ টি অপশন দেখতে পাবেন, তার মধ্যে একটি হল ফর্ম নাম্বার এবং আরেকটি হল এন আইডি কার্ড নম্বর, যেহেতু আপনারা নতুন ভোটার এবং এখন অবধি আইডি কার্ড পাননি তাই আপনাদের কাছে এন আইডি কার্ডের নাম্বার নেই সেজন্য আপনারা অবশ্যই স্লিপ নাম্বার দিয়ে তা চেক করবেন।
ভোটার আইডি কার্ড চেক করার প্রথম ধাপ
আপনারা ফরম নাম্বারের নয় ডিজিটের স্লিপ নাম্বার প্রথম লাইনে বসাবেন, তারপর আপনার জন্ম তারিখ দিবেন সঠিক ভাবে, এবং একটি ক্যাপচা দেওয়া রয়েছে সেটি সঠিকভাবে দিয়ে ভোটার তথ্য দেখুন বাটনে ক্লিক করুন।
উপরের পিকচারের যেভাবে তথ্যগুলো দেখতে পারছেন ঠিক এভাবেই আপনার ভোটার আইডির সকল তথ্য দেখতে পাবেন।
আর এখানেই আপনি আপনার এন আইডি কার্ডের নাম্বারও দেখতে পাবেন এবং এটি সেইভ করে রাখেন যা পরবর্তীতে আপনি আপনার বিভিন্ন প্রয়োজনে এই নাম্বার ব্যবহার করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক করার দ্বিতীয় ধাপ
ফরম স্লিপ নাম্বার দিয়ে চেক করার পর আপনি আপনার এন আইডি কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং এর পরের ধাপে আপনি ওয়েবসাইটের উপরে লগ ইন এবং রেজিস্ট্রার লেখা অপশন যেখানে রয়েছে তার মধ্যে থেকে যেকোনো একটি অপশনে ক্লিক করবেন।
ভোটার আইডি কার্ড চেক করার তৃতীয় ধাপ
রেজিস্ট্রার অপশনে ক্লিক করার পর আপনি নিচে প্রদর্শিত পিকচারের মত ওয়েব পেইজ ওপেন হবে আপনার সম্মুখে সেখানে ক্লিক করুন।
ভোটার আইডি কার্ড চেক করার চতুর্থ ধাপ
এই ধাপে আপনার এন আইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং জন্ম তারিখটি সঠিক ভাবে বসাবেন তারপর ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপে যাবেন।
ভোটার আইডি কার্ড চেক করার পঞ্চম ধাপ
এন আইডি কার্ডের নাম্বার আর জন্ম তারিখ দেওয়ার পর এখন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন, এরপর দিবেন আপনার ভোটার এলাকার নাম, জেলার নাম, বিভাগের নাম সব কিছু ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই দিবেন ভুল হলে আপনার রেজিস্ট্রেশন হবে না তাই তথ্যগুলো দেওয়ার সময় সঠিক ভাবে বসাবেন সবকিছু।
ভোটার আইডি কার্ড চেক করার ষষ্ঠ ধাপ
এই ধাপে আপনাকে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এখানে আপনি আপনার ভোটার ফরম জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বার টি ফরমে দিয়েছেন এই পেইজটিতে সেই নাম্বারটি শো হবে। কিন্তু আপনি যদি চান চেইন্জ অপশনে ক্লিক করে উক্ত নাম্বারটি চেঞ্জ করে অন্য কোন নাম্বারও দিতে পারবেন। এরপর কোডের জন্য ক্লিক করবেন এবং কিছু সময়ের মধ্যেই আপনার ফোনে একটি কোড চলে আসবে। আর সেই কোডটি এখানে বসাবেন এবং পরবর্তী ধাপের জন্য ক্লিক করবেন।
ভোটার আইডি কার্ড চেক করার সপ্তম ধাপ
নাম্বার ভেরিফিকেশন শেষ হওয়ার পর আপনার সামনে আপনার প্রোফাইল পিকচার শো হবে এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট-আপ করতে বলবে। কিন্তু আপনি চাইলে, পাসওয়ার্ড সেট-আপ নাও করতে পারেন আবার চাইলে না দিয়ে আপনি সামনের ধাপে চলে যেতে পারবেন। কিন্তু পাসওয়ার্ড সেট-আপ করলে একটি লাভ আছে। সেটি হল, এটিই যে আপনি পরবর্তিতে যদি কখনো আপনি আবার আপনার ভোটার আইডি কার্ড চেক করতে চান বা ডাউনলোড করতে চান তাহলে অনেক সহজেই আপনি আপনার আইডি থেকে লগইন করে তা করে নিতে পারবেন।
কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন
পরবর্তী ধাপে আপনি যদি আপনার পাসওয়ার্ড সেট-আপ করেন, তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে আপনি পরের ধাপে যাবেন। আর যদি তা না করতে চান তাহলে আপনি তা এড়িয়ে যেতে পারেন, এই পেইজটিতে আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেওয়া থাকবে এবং সাইটে আপনার আইডি কার্ডের ডাউনলোড অপশন দেখতে পাবেন।আর ডাউনলোডে ক্লিক করলে আপনার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি নিচে দেখানো পিকচারের মত আপনার আইডি কার্ড দেখতে পাবেন।
এখন এই কার্ডের মাধ্যমে আপনি আপনার সকল কাজ করতে পারবেন। আপনি চাইলে এটি প্রিন্ট করে আপনার সকল ধরণের সরকারি-বেসরকারি কাজেও অর্থাৎ যে সব কাজে প্রয়োজন সেখানে আপনি তা ব্যবহার করতে পারবেন।