কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষনারযথাথ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সম্প্রতিক সর্বনাশা চক্রান্তের প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আহ্বান জানিয়ে কেন্দ্র কমিটির কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নওগাঁর শাখার উদ্যোগে মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উক্ত আলোচনা সভায় সভাপত্বি করেন নওগাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আহবায়ক পিযুষ কুমার সরকার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদ নেতা মুকুল।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আহবায়ক কমিটির সদস্য এ্যাড.সোমেন্দ্র নাত কুন্ডু, নওগাঁ জেলা আহবায়ক কমিটির নেতা তপন কুমার, পৌর কমিটির তুলশী চৌধুরী,নওগাঁ পৌর সভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আহবায়ক কমিটির মহিলা সম্পাদিকা তারা রানী, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, সাধারণ সম্পাদক অমেরেন্দ্র নাথ সরকারসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা সভাশেষে মুক্তিমোড় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক তাজের মোড় পর্যন্ত প্রদর্ক্ষিন শেষে মুক্তির মোড়ে এসে বিক্ষোভ টি শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে নওগাঁর ১১টি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।