স্টাফ রিপোর্টার, ঢাকাঃ রাজধানীর খিলক্ষেত থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, রাজধানীর নিকুঞ্জ-২ এর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সদ্য পাস করা এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করে।
ওই চিকিৎসকের নাম দেবাশীষ কুমার দাস (২৫)।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে- এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি।
পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের জিজ্ঞাসাবাদের বরাতে ওসি সাব্বির বলেন, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন বলে জানতে পেরেছি। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বাড়ির দারোয়ানের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, তিন দিন আগে দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এর পর আর বের হননি।
ওসি আরও বলেন, মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করা হয়েছে। এর পর পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।