মোঃ নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিলাসবহুল আবাসিক হোটেল আরজে টাওয়ারের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ এবং ৩৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে পরদিন শুক্রবার সকাল পর্যন্ত আরজে টাওয়ারে অভিযান পরিচালনা করে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন ইজারুল হক, মোস্তাফিজুর রহমান, বাদল মিয়া, অপু চন্দ্র বিশ্বাস, দ্বীন ইসলাম, মোস্তাফিজুর রহমান পিয়ালসহ আরও ৩৩ জন।
ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরজে টাওয়ারের বারে অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভতকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার।
তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। লাইসেন্স ছাড়া মদ ও বিয়ার ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।