হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৩ অক্টোবর বুধবার ” বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” -এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মারডির সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ফাযার সার্ভিস কর্মকর্তা মোনায়েম হোসেন ও রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা,আদিবাসী ও দলিত সংগঠনের সদস্য-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, ইএসডিও প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকীন প্রমুখ।সঞ্চালনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম।
পরে ঐ মাঠে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ে প্রশিক্ষণমূলক মহড়া (ডিসপ্লে) প্রদর্শন করা হয়।