আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে ঘুর্ণিঝড় কম্পাসুর আঘাতে ৯ জন নিহত হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) আঘাত হানা ঘূর্ণিঝড়ে নিখোঁজ হয়েছেন আরও ১১ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সোমবার সন্ধ্যায় ‘কমপাসু’ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার (৬২ মাইল) বেগে ফিলিপাইনে অবতরণ করে। এ কারণে আশেপাশের প্রায় ১৬০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ঝড়ো বাতাস ও মুষলধারে বর্ষণের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ৪ জন মারা গেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে মারা গেছেন আরও ৫ জন। কর্তৃপক্ষ ভূমিধসের পর নিখোঁজ ১১ জনের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
ফিলিপাইন মূলত দ্বীপপুঞ্জ রাষ্ট্র। এই দ্বীপপুঞ্জে মোট ৭ হাজার ৬০০ টিরও বেশি দ্বীপ রয়েছে। প্রতিবছর এসব দ্বীপে প্রায় ২০ টি ঝড় কিংবা ঘূর্ণিঝড় আঘাত হানে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বর্ষণের কারণে ভূমিধস ফিলিপাইনে একটি সাধারণ ঘটনা।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মুখপাত্র হ্যারি রকু জানিয়েছেন, প্রেসিডেন্ট নিজে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
রাজ্য আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ১৩তম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফিলিপাইনে ঢুকবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : রয়র্টাস।