কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ চলমান শারদীয় দূর্গোৎসবে নওগাঁ জেলায় ৮২০টি পূজা মন্ডপের অনুকূলে ৪১০ মেট্রিক টন চাল বিতরন করা হয়েছে। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল আহসান জানিয়েছেন প্রতিটি মন্ডপে ৫শ কেজি করে চাল বিতরন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে।
উপজেলা ভিত্তিক দূর্গাপূজা মন্ডপের সংখ্যা এবং চাল বিতরনের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১১৮টি পূজা মন্ডপের অনুকুলে ৫৯ মেট্রিক টন, নিয়ামতপুর উপজেলায় ৬২টি পূজা মন্ডপের অনুকুলে ৩১ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১৭টি পূজা মন্ডপের অননুকুলে ৮.৫ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২০টি পূজা মন্ডপের অনুকুলে ১০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ৩২টি পূজা মন্ডপের অনুকুলে ১৬ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৮১টি পূজা মন্ডপের অনকুলে ৪০.৫ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১০৭টি সূজা মন্ডপের অনুকুলে ৫৩ দশমকি ৫০০ মট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১৫৮টি সূজা মন্ডপের অনুকুলে ৭৯ মেট্রিক টন, মান্দা উপজেলায় ১২৪টি পূজা মন্ডপের অনুকুলে ৬২ মেট্রিক টন,আত্রাই উপজেলায় ৪৯টি পূজা মন্ডপের অনুকুলে ২৪ দশমকি ৫০০ মেট্রিক টন এবং রানীনগর উপজেলায় ৫২টি পূজা মন্ডপের অনুকুলে ২৬ মেট্রিক টন চাল।
জেলা প্রশাসকের কার্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে জেলার ১১টি উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এস চাল বতিরন কর হয়েছে।