মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন কুমিল্লার মুরাদনগর ও বাংগরা বাজার দুই থানায় শারদীয় দূর্গোৎসবের মহাষ্টমীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ।
সোমবার সন্ধায় মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নগরপাড় রায় বাড়ীর পূজাম-প থেকে এ পরিদর্শন শুরু করেণ। পর্যায়ক্রমে উপজেলার ৯ নং কামাল্লা ইউনিয়নের ৬টি এবং ১নং শ্রীকাইল ইউনিয়নের পূজামণ্ডপসহ সকল পূজামণ্ডপ পরিদর্শন করেণ।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান,১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই প্রফেসর, সাধারণ সম্পাদক রাম প্রসাদ,বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তালুকদার প্রমুখ।
এ বছর মুরাদনগর উপজেলায় মোট ১৪৫ টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।