নুর মোহাম্মাদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ড ডক্টরস কমপ্লেক্স মার্কেটের জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা (যুগ্ম সচিব) পরিচালক পরিকল্পনা আব্দুল লতিফ মোল্লা।
এ সময় তিনি জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমির কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং যুবকদের প্রশিক্ষনের আগ্রহ বাড়িয়ে তোলার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা উপ-পরিচালক (পরিকল্পনা) মো: সেলিমুল ইসলাম, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার তোছাদ্দেক হোসেন, সহকারি পরিচালক কে এম আব্দুল মতিন, মো: সেলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস, জিনাত কম্পিউটার ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ একাডেমির চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম।