মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে শনিবার বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসার ৪২৩ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ৫ লক্ষ ৭ হাজার টাকা মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কল্যাণ সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি।
তিতাস গ্যাস মহাব্যবস্থাপক ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.সেলিম মিয়ার সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ- সচিব মো.আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বাংলাদেশ সমবায় ব্যাংক মহি উদ্দিন মহি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, আমরা ক’জন মুজিব সেনার কেন্দ্রীয় সভাপতি সাইদ আহমেদ বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম, পৌর মেয়র মো.তফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি, বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুর রহিমসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।