তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) মৌলভীবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমান জাহিনকে (১৯) গ্রেপ্তার করেছে।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় পর মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কৌশলগত কারণে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষনিক জানানো হয়নি। মৌলভীবাজার সদর থানায় ঘটনার দিনেই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আজিজুর রহমান জাহিন মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মোহাম্মদ আতাউর রহমান এর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র।
পুলিশ সুপার আরও জানান, জাহিন অনলাইনে আনসার-আল ইসলামের উগ্রপন্থী মতাদর্শ প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন দীর্ঘ দিন থেকে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করত। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন নিরাপত্তা অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত। বিষয়টি নিয়ে আরও তদন্ত হচ্ছে এবং গ্রেপ্তারের পর স্বীকার উক্তি মূলক অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাবে না।