মো.নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গত শনিবার ও রবিবার ২দিনে গ্রামের বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর ১১ জন মানুষসহ জালালের ১টি গরু কামড়ায় ও ১টি বিড়ালকে কামড়িয়ে মেরে ফেলেছে, কুকুরের ভয়ে গ্রামবাসী অতিষ্ঠ। হাতে লাঠি নিয়ে ঘর থেকে বের হয়।
আহতরা হলেন- স্বপনের মেয়ে আরিফা (৫)সফিকের ছেলে ফয়সাল(৪) ,রেজেক মিয়া,সিপনের ছেলে (৮) রামপ্রসাদের মেয়ে,খালেকের মেয়ে,রুপসীর ছেলে, কাশেম আলী, আলেয়া বেগম,করিমের স্ত্রী, লালনসহ প্রমুখ।
আহতদের উজানচর প্রাইভেট ক্লিনিক জয় দয়াময় ফার্মেসি ও বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৪ জন গুরুতর, ফয়সালের অবস্হা আশংকাজনক তাকে ঢাকা মহাখালী হাসপাতালে নিয়ে ১৫টা ইনজেকশন দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে তার মাথায় বড় ধরনের সমস্যা হয়েছে,সে গরীব মানুষ খুব অসহায়।
এ বিষয়ে জয় দয়াময় ফার্মেসির নিতাই চন্দ্র সাহা বলেন, আমি ৩ জনের প্রাথমিক চিকিৎসা দিয়েছি,বাকীজনরা কোথায় চিকিৎসা নিয়েছেন আমি জানিনা।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. রঞ্জন বর্মণকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কুকুরের কামড়ের বিষয় আমার জানা নেই, আমি জেনে আপনাকে জানাবো।