নুর মোহাম্মাদ সম্রাট, বগুড়া প্রতিনিধি : গত শনিবার (২১/০৮/২০২১ ইং) তারিখে দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জিনাত কম্পিউটার ট্রেইিনং আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি” পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া এর উপ-পরিচালক জনাব মোঃ তোছাদ্দেক হোসেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক কে, এম আব্দুল মতিন, শেরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম ও উপ-পরিচালকের সহকর্মী বৃন্দ। পরিদর্শন শেষে সন্ত্যোষ প্রকাশ করে উপ-পরিচালক মহোদয় বলেন, “ জিনাত কম্পিউটার ট্রেইনিং আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে।
সহকারী পরিচালক মহোদয় বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলে বেকারত্ব দুরীকরণে “জিনাত কম্পিউটার ট্রেইনিং আ্যান্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি ” অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
শেরপুর – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, “ জিনাত কম্পিউটার ট্রেইনিং আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি ” এর পরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম আমাদের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া থেকে “কম্পিউটার বেসিক কোর্স” এ ২০১০ সালে প্রশিক্ষণ নিয়ে উক্ত প্রকল্প চালু করেন এবং ইতিমধ্যেই তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ আত্নকর্মী নির্বাচিত হয়েছেন এবং ২০২১ সালে জাতীয় যুব পুরষ্কারের জন্য আবেদন করেছেন।
উক্ত প্রকল্পের চেয়্যারম্যান আ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: জাহাঙ্গীর আলম জানান যে, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা ১৫০০ (পনেরো শত) জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি এবং তার মধ্যে হতে প্রায় (সাতশত) ৭০০ জন প্রশিক্ষণার্থী আত্নকর্মী হয়ে উঠেছেন এবং অনেক প্রশিক্ষণার্থী দেশ ও বিদেশে বিভিন্ন কর্মে নিয়োজিত হয়েছেন।