ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সদ্য জাতীয়করণকৃত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, রুবেল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মিয়া, সাবেক ছিটমহল বিনিময় আন্দোলনের দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন বক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সহকারী শিক্ষক মাওঃ শফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে কালীরহাট বাজারে দুস্থ্যদের মাঝে খিচুড়ি বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।