রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আক্তার আহসান বাবু মন্ডল কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার বলে জানিয়েছে এলাকাবাসী। তাকে জড়িয়ে দৈনিক যুগান্তর, বাংলা ভিশন অনলাইন, দৈনিক অধিকার, অভিযাত্রা ডটকম সহ একাধিক দৈনিক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মানহানিকর, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাল্পনিক সংবাদ প্রকাশিত হওয়ায় এলাকাবাসী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় বাবু মন্ডল কে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে এই মনগড়া উদ্ভট তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছে বলে জানা গেছে। ওই সংবাদের সাথে বাবু মন্ডলের কোন মিল নেই। এই কাল্পনিক তথ্যসংবলিত সংবাদ প্রকাশ করায় এলাবাসী ব্যথীত হয়েছে বলেও জানিয়েছে সবাই।
উল্লেখ্য, সেবার ব্রত নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করা নিবেদিত প্রাণ কর্মী বাবু মন্ডল নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় আওয়ামী লীগ নেতা। তিনি একজন ন্যায় বিচারক হিসেবে সমধিক পরিচিত। মাদকের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে জিরোটলারেন্সে কাজ করে যাচ্ছিলেন তিনি। এজন্যে এলাকায় মাদকের সাথে জড়িত এবং এক্ষেত্রে স্বার্থে আঘাত লাগা একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে বাবু মন্ডল বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। কিন্তু মিথ্যা তথ্যের ভিত্তিতে কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য মিডিয়ায় গুজব ছড়ানো খুবই দুঃখজনক। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে আমি সব সময় মাদক কারবারীদের বিরোধীতা করি। মাদক বিক্রির সাথে আমার সম্পৃক্ততা থাকলে আমি কেনো মাদকের বিরুদ্ধে অবস্থান নিবো? আমি সব সময় সমাজের দরিদ্র, অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। যা আমার উপজেলার প্রতিটি মানুষ জানে।
তিনি নিজেকে প্রচার বিমুখ দাবি করে বলেন, ভালো কাজ করি দায়িত্ববোধ থেকে আল্লাহকে খুশি করতে। মানুষকে খুশি করা এবং প্রচার করা আমার কাজ নয়। স্বার্থে আঘাত লাগা মাদক এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে সামাজিক, রাজনৈতিক ভাবে হেয় করতে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশ করছে। আমি এসব মিথ্য বানোয়াট এবং ভুয়া সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারো প্রতিহিংসামূলক উদ্দেশ্য হাসিল না করে সংবাদকর্মীদের সঠিক তথ্য প্রকাশ করে দায়িত্বশীল ভুমিকা পালন করতে অনুরোধ করেন তিনি ।