হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে অর্ধ শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির প্রতিমা দোকানপাট ও বসতবাড়িতে ভাংচুর লুটপাট, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদ এবং সরকারি বাজেট ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ আগস্ট দুপুরে রাণীশংকৈল পৌরশহরে ঘন্টাব্যাপি জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক,
হিন্দু মহাজোটের আহবায়ক দ্বিজেন চন্দ্র রায়,সদস্য সচিব নির্মল চন্দ্র রায়সহ অনেকে।
এ সময় বক্তরা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর নির্যাতন বাড়িঘর ভাংচুর ও আদিবাসীসহ সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর এবং অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার তীব্র প্রতিবাদে জানান এবং প্রকৃত দোষিদের শাস্তি দাবি করেন।