মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোরের মনিরামপুরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকা ডুবে নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর মৌসুমি খাতুন নামের এক দাখিল পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল।মৃত মৌসুমি মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
(মঙ্গলবার ২৬ শে ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পারখাজুরা বাঁওড় পার হওয়ার সময় ২৫ দাখিল পরিক্ষার্থীসহ ৩০ যাত্রী নিয়ে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে।নৌকায় থাকা ২৪ দাখিল পরিক্ষার্থীসহ অন্যরা সাতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় মৌসুমি।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বাওড়ে জাল নামানোসহ মনিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধার কাজে নেয়।পরে খুলনা থেকে প্রশিক্ষিত ৫ ডুবুরি উদ্ধারে কাজে যোগ দেয়।এক পর্যায় যৌথ অভিযানের প্রায় দুই ঘন্টা পর মৌসুমির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার,স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্দার কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত অবস্থান করেন।
মৌসুমি পারখাজুরা সিদ্দীকিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিচ্ছিল।
প্রত্যক্ষদর্শি নৌকায় থাকা একই মাদরাসার শিক্ষার্থী ফয়সাল জানায়,তারা ২৫ দাখিল পরিক্ষার্থীসহ ৩০ জন নৌকায় করে বাঁওড় পার হচ্ছিল।বাঁওড়ের মাঝখানে পৌছুলে হঠাৎ দমকা হাওয়ায় নৌকা উল্টে যায়।এসময় যে যার মতো সাতরিয়ে পাড়ে উঠে। কিন্তু মৌসুমিকে পাওয়া যাচ্ছিল না। পরে পরিক্ষা দিয়ে ফিরে এসে শুনে মৌসুমির মরদেহ পাওয়া গেছে। এসময় হাউমাউ করে কাঁদছিলো ফয়সাল।
মাদরাসা সুপার একেএম সিফাতুল্লাহ জানান,উপজেলার রাজগঞ্জে কেন্দ্রে পরিক্ষায় অংশ নিতে প্রতিদিনের মতো প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থী পারখাজুরা থেকে নৌকাযোগে নলতা ঘাটে যাচ্ছিল। নৌকা বাওড়ের মাঝখানে পৌছুলে হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে যায়।এসময় ২৪ শিক্ষার্থী সাতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও মৌসুমি উঠতে পারেনি।বাকি শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নিয়েছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ন কবীর জানান,খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা।পরে খুলনা থেকে প্রশিক্ষিত ৫ ডুবুরিসহ তাদের যৌথ অভিযানের প্রায় দুই ঘন্টা পর দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে নিখোঁজের মরদেহ উদ্ধার করেন।
এদিকে নিখোঁজ পরিক্ষার্থীর মরদেহ উদ্ধার হওয়া পর্যন্ত ইউএনও আহসান উল্লাহ শরিফী ঘটনাস্থলে অবস্থান করেন।তিনি জানান,এ ঘটনা তদন্ত করা হবে।