মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সোমবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি ও ভবানীপুর বিওপি’র জোয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় সীমান্তবর্তী কয়লাপোর্ট এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে প্রসাধনী সামগ্রী, নানা ধরণের তেল, বিস্কুট ও চকলেট।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫ শত ৫৪ টাকা। জব্দকৃত এ সকল মালামাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।