মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পালিত হয়েছে। সারাদেশের ন্যায় সকাল ৯টা থেকে উজানচর কে এন উচ্চবিদ্যালয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রঞ্জন বর্মণ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি,বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ উপস্থিত থেকে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।
এই সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির নির্দেশনায় ৯টি ওয়ার্ডের নিবন্ধিত ৬শ’ জনগণের মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।
এসময় আরো উপস্হিত ছিলেন, উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর, উজানচর ইউনিয়ন পরিষদের সচিব আরাফাত হোসেন,বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা,ইউপি সদস্য, ওয়ারিশ মিয়া,খবির উদ্দিন খোকন প্রমূখ।
এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দসহ ৯টি ওয়ার্ডের গ্রামপুলিশ গণ টিকাদান কর্মসূচী সফল করতে সহযোগিতা করেন।