মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে সম্মিলিত স্বচ্ছাসেবী পরিবারের আহ্বায়ক তুহিন চৌধুরীর উদ্যোগে শুরু হয়েছে বিনামুল্যে অক্সিজেন সেবা। গত (০৩ আগস্ট ) মঙ্গলবার দুপুর ১ টায় কাযক্রমটির উদ্বোধন করেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভট এবং রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল।
করোনার ভয়াল থাবায় সারা বিশ্বে বিপন্ন মানব জীবন। বাংলাদেশে ও ভাগ বসিয়েছে ভয়ঙ্কর করোনা ভাইরাস। আক্রান্তের কিছু দিনের মধ্যে কেড়ে নিচ্ছে গুনীজন, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষের জীবন। করোনার থাবায় জীবন হারিয়ে নিঃশ্ব হচ্ছে অনেক পরিবার। স্থবির হয়ে আছে বিশ্বের অর্থনীতি, স্থবির হয়ে পড়েছে সারা দেশের ব্যবাসা বনিজ্য। জীবন চালাতে হিমশিম খচ্ছে দেশের বেশিরভাগ মানুষ।
করোনায় আক্রান্ত হলে অনেকেরই অক্সিজেন সমস্যা শুরু হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য প্রয়াজন অক্সিজেন। দেশের সরকারি হাসপাতালে করোনা রুগীর চিকিৎসার জন্য অনেকেই অক্সিজেন পান না তাই সারা দেশের ন্যায় রায়পুরে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার উদ্যোগ নেয় ফ্রি অক্সিজেন সেবার জন্য । ১৫ টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের লক্ষ নিয়ে বিভিন্নজনের সহায়তার জন্য আহ্বান করে সংগঠনটি।
এরিমধ্যে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী দিয়েছেন ২টি, রায়পুর থানা অফিসার ইনচার্জ আবদুল জলি ১টি, মাতৃছায়া হাসপাতাল ২টি, বন্ধন ট্রেডার্সের বিল্লাল হোসেন ২টি, হাফিজ স্টোরের জহির ১টি, বিভিন্ন জনের আর্থিক সহায়তায় ক্রয় করা হয়েছে ১টি। মঙ্গলাবার (০৩ আগস্ট) পর্যন্ত ৯টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ হয় সংগঠনটির।
রায়পুর স্বেচ্ছাসেবী পরিবারের আহ্বায়ক তুহিন চৌধুরী ডিজিটাল বাংলা নিউজের প্রতিবেদককে জানান রায়পুর উপজেলার আশেপাশের কোনো করোনা রুগীর অক্সিজেন প্রয়োজন হলে আমাদের স্বেচ্ছাসেবীদের মোবাইলে ফোন করলে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে আমাদের ফ্রি অক্সিজেন সেবা নিশ্চিত করা হবে।
আমাদের স্বেচ্ছাসেবীরা হলেনঃ
#তুহিন চৌধুরি 01716957783
#আলীম উল্লাহ পিন্টু 01716915484
#পেয়ার আলী 01763543630
#দোলন কুরি 01856139218
#নাসির আল ইমরান 01786507898
#মীর মাসুদ 01832491680