স্পোর্টস ডেস্কঃ আজ বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬ টায় দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়া বধে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয়ে শুভসূচনা হয়েছে টাইগারদের।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করে মাত্র ১৩১ রান। এত কম রান করে টি-টোয়েন্টিতে জয়ের কীর্তি বাংলাদেশের ছিল না। তার ওপর প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়ার মত দল।
অথচ দুর্দান্ত বোলিং আর অনবদ্য ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৩১ রানের পুঁজি নিয়েই জিতেছে ২৩ রানে। বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার কড়াকড়ির পর সফরকারীদের এই পরাজয় ভিন্নধর্মী বার্তা নিয়ে এসেছে ক্রিকেটপ্রেমীদের মনে। শুধু বাংলাদেশিরাই নন, বিদেশিরাও বাংলাদেশ দলের প্রশংসায় মেতেছেন।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে তিন ফরম্যাটেই হারানোর চক্র পূর্ণ করল টাইগাররা। ২০০৫ সালে কার্ডিফে ওয়ানডেতে এবং ২০১৭ সালে ঢাকায় টেস্টে অজিদের হারায় লাল-সবুজের দল। একই ভেন্যুতে আজ বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।