বিনোদন ডেস্কঃ দেশী চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা একা। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে তাকে গতকাল শনিবার রামপুরার তার নিজ বাসা `বন্ধু নিবাস` থেকে আটক করা হয়। একই সাথে তার বাসায় তল্লাসি চালিয়ে বিদেশী মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, তিন-চার মাস ধরে হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মীকে বেতন দিচ্ছিলেন না নায়িকা একা। গৃহকর্মী সেই টাকা চাইতে গেলে উল্টো তাকে মারধর করা হয়। মারধরে গৃহকর্মী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে অভিযোগ তুলে ৯৯৯ থেকে আমাদের কাছে ফোন আসে। তারপর সন্ধ্যা সাতটার সময় আমরা চিত্রনায়িকা একাকে রামপুরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। আর গৃহকর্মীকে মারধরের ঘটনায় আহত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।এছাড়া যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, শাহিদা আরবী সিমন ঢালিউডে একা নামে পরিচিতি। নির্মাতা তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল নায়িকা একার। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ১৯৯৯ সালে মুক্তি পাওয়া কাজী হায়াৎ পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় উঠে আসেন এই নায়িকা। নায়িকা একা নায়ক মান্না, রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অন্তত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ সিনেমা বাহাদুর সন্তান ২০০৮ সালে মুক্তি পায়। এরপর বেশ কিছু দিন তিনি দেশের বাইরেও ছিলেন।