তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সংঘটিত ডাকাতি মামলার অন্যতম আসামি মিলাদ (৩০) কে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোজ মঙ্গলবার (২৭জুলাই) কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু কুমার দাসসহ থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মিলাদকে গ্রেপ্তার করে, বিকেলে কুলাউড়া থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তারকৃত মিলাদ মিয়া রাজনগর উপজেলার সালন নিবাসী তরিক মিয়ার ছেলে।
কুলাউড়া থানা ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, থানা পুলিশের জিজ্ঞাসাবাদে মিলাদের স্বীকারোক্তি মূলক মঙ্গলবার রাতে পৃথক এক অভিযান চালিয়ে কুলাউড়ার টিলাগাঁও ইউপি বাঘেরটিকির লুকিয়ে রাখা এক ঝোঁপ থেকে ৬ রাউন্ড কার্তুজসহ ১টি দেশীয় পাইপগান উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে মিলাদের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও কুলাউড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার (২৮ জুলাই) মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানাধীন টিলাগাঁও ইউপি আশ্রয়গ্রামের মো. ইকরাম আলীর বসত ঘরে গত (১৬জুলাই) রাতে অজ্ঞাতনামা ৮/৯ জনের এক ডাকাতদল বসত ঘরের কলাপসিবল গেইটের তালা এবং দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনদের দেশীয় অস্ত্র রামদা, ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ সর্বমোট ১১ লাখ ৫৬ হাজার ৬ শত টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় মো. ইকরাম আলী খান বাদী হয়ে গত ১৭ জুলাই অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে।