মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের অভিযানে ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।
এসময় উপজেলার কেয়ট গ্রাম থেকে ১টি, বোড়ারাচর এলাকা থেকে ৪টি ড্রেজার মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, এ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে দীর্ঘদিন যাবত ড্রেজারের মাধ্যমে মাটি কেটে তা বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। যার ফলে এসব ব্যবসায়ীর স্থাপনকৃত ড্রেজারের আশপাশের জমি ব্যাপক ক্ষতি হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) ও কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কৃষকের ফসলি জমি রক্ষার জন্য আগামীতে এ অভিযান পুলিশের অব্যাহত থাকবে।