চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ৬ রোহিঙ্গা এবং দেয়াল চাপায় স্থানীয় এক নারীসহ ৮ জন মারা গেছে। আহত হয়েছে আরো ৫ জন।এ ছাড়া পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক বাড়ি ঘর নষ্ট হয়েছে। অপর দিকে টেকনাফে বাড়ি ঘর চাপা পড়ে স্থানীয় এক বাসিন্দা মারা গেছেন।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান গত দুদিন ধরে টানা বর্ষণ চলছে। আজ মঙ্গলবার সকালে ভারী বর্ষণের ফলে উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে পাহাড় ধসে শিশু সহ ৫ জন নিহত হয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সিপিপির ভলান্টিয়ার জাহাঙ্গীর জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। অপর দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশু মারা গেছে।