মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ ব্যস্ত সময় পার করছেন কর্মকার পাড়ার কামারেরা । তারা কুড়াল, টাকশাল, দা,ছুরি,বডি এ সব যন্ত্রপাতি বিক্রয়, বেতের দাড় দেওয়াসহ নানা কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সব যন্ত্রপাতি তৈরি বিক্রয় করে একদিকে তাদের জীবিকা নির্বাহ করছে অপরদিকে শত বছরের ঐতিহ্য ধরে রেখে এলাকার চাহিদা মেটাচ্ছেন।
রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে কর্মকার পাড়ার কামার শিল্পের প্রায় ১০-১২ টি দোকানে মালিক ও শ্রমিকসহ ৫০-৬০ জন্য লোক কাজ করে জীবিকা নির্বাহ করছে । তারা লকডাউনে দোকান বন্ধ থাকায় ঠিকমত কাজ করতে পারেনি বিধায় কষ্টে জীবন যাপন করেছেন । বর্তমানে একটু ভালো সময় পার করছেন। কোরবানির ঈদে তাদের হাতে একটু বেশী কাজ পড়ে । তবে কাজ করে যা আয় হয় কোন রকম জীবন যাপন করতে পারে কামাররা। বর্তমানে ছুরি,বডি, দা,কুড়াল তৈরির লোহা ও ইস্পাতের দাম বেশী হওয়ায় লাভ কম হয়। শত বছরের ঐতিহ্য ধরে রাখার জন্য কর্মকার পাড়ার কামাররা লোহার ও ইস্পাতের যন্ত্রপাতি তৈরি করে একদিকে তাদের জীবিকা নির্বাহ অপরদিকে এলাকার চাহিদা মেটাচ্ছেন কামার শিল্পীরা ।
মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের কর্মকার পাড়ার একজন কর্মকার বলেন, লকডাউনে দোকান বন্ধ থাকায় কাজের চাপ বেশী পড়েছে। তবে চেষ্টা করছি সবাইকে যাতে দ্রুত কাজ করে দিতে পারি। আমার উত্তসুরিরা এ কাজ করছে। আমরাও এ কাজ করে কোন রকম দিন যাপন করছি।
দোকানের মালিক তপন কর্মকার বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ কামারের কাজ করে আসছি । কোরবানির ঈদে একটু কাজ বেশী পড়ে। বছরের অন্যান্য সময় কাজ খুবই কম থাকে। তবে এ পেশায় কোন কাজ করে ছেলে মেয়ে নিয়ে চলতে পারি। তবে লোহা ও ইস্পাতের দাম বেশী হওয়ায় লাভ কম হচ্ছে।