ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারতের দিল্লিতে ইট ভাটায় কাজ শেষে অবৈধ ভাবে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বালাদেশে আসার সময় নারী,পুরুষ ও শিশুসহ মোট ১২ জন বাংলাদেশী নাগরিক বিজিবির হাতে আটক হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ এর ৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশ আসার সময় কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্য তাদেরকে আটক করেন।
আটকৃতরা হলেন, জেলার নাগশ্বরী উপজেলার গাগলা এলাকার বিন্যাবাড়ী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল জলিল (৫৫) তার স্ত্রী লিলিফা বেগম (৪৫) ছেলে লিমন মিয়া (১২) মেয়ে আফরিনা (০৮) একই উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৬) তার স্ত্রী আনজু বেগম (৩০) একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮) তার স্ত্রী আনিচা বেগম (৩২) মেয়ে হামিদা (০৮) ছেলে রমজান আলী (০৩) একই উপজেলার শুকাতি বোড বাজার গ্রামের মৃত রুবেল হোসেনের মেয়ে রুবিনা (০৫) এবং ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে জাকির হোসেন (২২)। পরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে বিজিবি তাদের পুলিশে সোপর্দ করেছে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ৭ জনের নামে মামলা থাকায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আর শিশু ৫ জনকে উপজেলা সমাজ সেবা অফিসার (প্রবেশন অফিসার) এর জিম্মায় দেয়া হয়েছে।