মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর-হোমনা প্রতিনিধিঃ আসন্ন কোরবানির ঈদকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুব পুর ইউনিয়নের সেরা আকর্ষণ শান্তবাবু। লাল-কালো রঙ মিশ্রণে শান্তবাবু খুবই শান্ত-শিষ্ট স্বভাবের। গরুটির ওজন প্রায়ই ২৫ মণ, এর দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা।
শান্তবাবুর লালন পালনকারী মো. জাকির হোসেন। কানাইনগর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা। তিনি বলেন,আড়াই বছর আগে ৯০ হাজার টাকা দাম ধরে আমি গিয়াস উদ্দিন এর ডেইরি ফার্ম থেকে শান্তবাবুকে নিয়েছি, এর পর থেকেই সন্তানের মতো লালন-পালন করেছি,এবং আদর করে নাম দিয়েছি শান্তবাবু, প্রতিদিন নিয়মিত খাবারের মধ্যে রয়েছে প্রাকৃতিক সবুজ ঘাস,খৈল, ভুষি,কাঁঠাল,মিষ্টি আলু, খুদের জাও, লবন, পানি খাওয়াইয়া মোটা তাজা করেছি।
জাকির হোসেনের স্ত্রী বলেন, নিজের সন্তানের মতো গরুটি লালন-পালন করেছি, গরুটি আমাদের কাছে খুবই আপনজনের মতো।
ডেইরি ফার্মের মালিক গিয়াস উদ্দিন বলেন, মনের মতো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করব। আর ভালো দাম না পেলে ঢাকায় নিয়ে বিক্রি করার চিন্তা করেছি, করোনার কারনে কি রকম দাম পাবো সে নিয়েও চিন্তাই আছি। ৭ লাখ টাকায় বিক্রি করার ইচ্ছা আছে।
এখন পর্যন্ত এর দাম উঠেছে ৪ লাখ টাকা। গিয়াস উদ্দিনের দাবী শান্তবাবু বাঞ্ছারামপুরের সবচেযে বড় গরু। জাকির হোসেন শান্তবাবুকে লালন পালন করে এলাকায় সারা ফেলেছেন, শান্তবাবুকে দেখতে কৌতুহলী হয়ে দুর দুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাড়ীতে ভিড় করছেন।