তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে শনাক্ত হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। এর মধ্যে গতকাল শুক্রবার (২ জুলাই) জেলায় একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড সংখ্যক করোনা সংক্রমন রোগী।
খুব বেশি দূর থেকে নয়, এই গত বুধবার থেকেই দেখা যাক আক্রান্তের হারটা। গত বুধবার (৩০ জুন) মৌলভীবাজারে ৫৭টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৪%। এর পরে বৃহস্পতিবার (১ জুলাই) ৮৫টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ শতাংশ। আগের দিনের ৪৪ শতাংশ থেকে কমে ৩৪ শতাংশে, আশা ছিলো আরও কমবে করোনা শনাক্তের হার।
কিন্তু এর পরের দিনেই অবাক হতে হয় মৌলভীবাজারবাসীকে। পরের দিন শুক্রবার (২ জুন) দেখা যায় জেলায় একদিনেই করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২ জন। এটিই এখন পর্যন্ত মৌলভীবাজারে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। ১৩০টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন শনাক্তের হার ৩৪ এ নামলেও তা আবার ৪০ শতাংশে।
সর্বশেষ আজ শনিবার (৩ জুন) মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। মৃত্যুবরণ করা ওই ব্যক্তি জেলার জুড়ী উপজেলার। ৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪০ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কমেছে।
মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত মোট ৩১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ জন। মোট সুস্থ হয়েছেন ২৭০৪ জন।